kalerkantho


সিলেট নগরে প্রথম চার লেন সড়ক হচ্ছে

ভিত্তি স্থাপন করলেন অর্থমন্ত্রী

সিলেট অফিস   

২৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০সিলেট নগরে প্রথমবারের মতো চার লেন সড়ক নির্মাণ করছে সিলেট সিটি করপোরেশন। নগরের দক্ষিণ সুরমা অংশে কিন ব্রিজ থেকে মুক্তিযোদ্ধা চত্বর হয়ে হুমায়ুন রশীদ চত্বর পর্যন্ত রাস্তা চার লেনে উন্নীত করা হচ্ছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল বৃহস্পতিবার এই প্রকল্পসহ তিনটি প্রকল্পের ভিত্তি স্থাপন করেন।

অন্য প্রকল্প দুটি হচ্ছে হুমায়ুন রশীদ চত্বর থেকে শিববাড়ী হয়ে বন্দরঘাট পর্যন্ত আরসিসি ইউ-টাইপ ও বক্স ড্রেন নির্মাণকাজ এবং কিন ব্রিজ থেকে ঝালোপাড়া হয়ে মুক্তিযোদ্ধা চত্বর পর্যন্ত রাস্তা দুই লেনে উন্নীতকরণ। এ তিনটি প্রকল্পে মোট ব্যয় হচ্ছে প্রায় সাড়ে ৩৩ কোটি টাকা। বিশ্বব্যাংকের পৃষ্ঠপোষকতায় মিউনিসিপাল গভর্ন্যান্স সার্ভিসেস প্রজেক্টের (এমজিএসপি) আওতায় এ উন্নয়নকাজ চলছে।মন্তব্য