kalerkantho


খুলনায় আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, খুলনা   

২৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকায় একটি আবাসিক হোটেল থেকে অচেনা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ডুমুরিয়া থানার ওসি সুভাষ বিশ্বাস কালের কণ্ঠকে বলেন, ওই নারীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।

জানা যায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে চুকনগরের গাজী আবাসিক হোটেলে সাকিব ও শিখা নামের দুজন নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে একটি কক্ষ ভাড়া নেন। দ্বিতীয় তলার ৪ নম্বর কক্ষের এই অতিথিদের মধ্যে পুরুষটি মঙ্গলবার সকালে নাস্তা আনার কথা বলে বাইরে যান। এরপর তাঁকে আর দেখা যায়নি। কক্ষেও তাঁদের কোনো সাড়া-শব্দ পাওয়া যাচ্ছিল না।

বিকেলের দিকে হোটেলের ব্যবস্থাপক সাকিব ও শিখা নামের দুজন অতিথির খোঁজ করে কক্ষ বন্ধ পান। হোটেলের নিবন্ধন খাতায় তাঁদের দেওয়া দুটি ফোন নম্বরে (০১৭২২২৮৭৫৯৩ ও ০১৯১৭৬৯১৪৫২) বারবার ফোন করা হয়। প্রথমে কেউই ফোন ধরছিলেন না। পরে দুটি ফোনই বন্ধ পাওয়া যায়। একপর্যায়ে হোটেল ব্যবস্থাপক ৪ নম্বর কক্ষের তালা ভেঙে ভেতরে ঢুকে ওই নারীকে মৃত দেখতে পান।মন্তব্য