kalerkantho


শামসুজ্জোহার মৃত্যুবার্ষিকী পালিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

২১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০শামসুজ্জোহার মৃত্যুবার্ষিকী পালিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও ভাষাসৈনিক এ কে এম শামসুজ্জোহার ৩০তম মৃত্যুবার্ষিকী। গতকাল সোমবার এ উপলক্ষে কোরআনখানি, শোকযাত্রা, কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত, দোয়া মাহফিল ও আলোচনাসভার আয়োজন করে নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন এবং মরহুমের পরিবার।

বিকেলে মাসদাইর কবরস্থান মসজিদে অনুষ্ঠিত হয় দোয়া ও মিলাদ মাহফিল। বিভিন্ন উপজেলা ও ওয়ার্ড থেকে আওয়ামী লীগ, এর সহযোগী সংগঠন ও মহাজোটের শত শত নেতাকর্মী এতে শরিক হয়। এ ছাড়া শামসুজ্জোহা স্মরণে চাষাঢ়ার ঐতিহাসিক হীরা মহলে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন মহিলা আওয়ামী লীগের নেতারাসহ মরহুমের পরিবারের নারী সদস্যরা।

এদিকে মাসদাইরে মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন মরহুমের দুই ছেলে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান,

উল্লেখ্য, ১৯৮৭ সালের ২০ ফেব্রুয়ারি এ কে এম শামসুজ্জোহা মৃত্যুবরণ করেন।মন্তব্য