kalerkantho


শোকসভায় নজরুল ইসলাম

বিএনপিতে এখন দুঃসময়ের সাহসী কর্মীর অভাব

নিজস্ব প্রতিবেদক   

২১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০বিএনপির বর্ষীয়ান নেতা নজরুল ইসলাম খান বলেছেন, সরকারের রোষানলে পড়ে দলের নেতাকর্মী-সমর্থকরা নিদারুণ কষ্টে আছে। তাদের এই কষ্ট দলের যাঁরা বিবেক দিয়ে অনুভব করেন, তাঁরা অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। বিএনপিতে এখন দুঃসময়ের সাহসী কর্মীর বড় অভাব।

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের নিচতলায় গতকাল সোমবার অনুষ্ঠিত শোকসভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান এসব কথা বলেন। কে এম ওবায়দুর রহমান স্মৃতি সংসদ নামের একটি সংগঠন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও প্রয়াত ছাত্রনেতা সরওয়ার আজম খান স্মরণে এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘গুম-খুন, মিথ্যা মামলা ও নানামুখী হয়রানির কারণে বিএনপি নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে বাড়িছাড়া। বিএনপির হাজার হাজার নেতাকর্মী মিথ্যা মামলায় হয়রানি হচ্ছে। প্রতিদিন প্রতিনিয়ত হাজিরা দিতে হচ্ছে, আবার জেলে যেতে হচ্ছে। এর চেয়ে বড় কথা, জমিজমা বেচে টাকা দিতে হচ্ছে, যাতে গ্রেপ্তার না হতে হয় কিংবা মামলার চার্জশিটটা না হয়ে যায়। এমনকি আমাদের তরুণ ছেলেমেয়েরা কলেজ-বিশ্ববিদ্যালয়ে পর্যন্ত যেতে পারছে না।মন্তব্য