kalerkantho


আনসার-ভিডিপি গলফ টুর্নামেন্ট সমাপ্ত

নিজস্ব প্রতিবেদক   

১৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ‘চতুর্থ ডে-কাপ গলফ টুর্নামেন্ট’ সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার রাজধানীর আর্মি গলফ ক্লাবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের উদ্বোধন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান খান। আর সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আয়োজক সূত্রে জানা গেছে, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দিবস উপলক্ষে গত ১৬ ফেব্রুয়ারি গলফ ক্লাব মাঠে ৬০৬ জন অপেশাদার খেলোয়াড়ের অংশগ্রহণে প্রতিযোগিতা শুরু হয়। পাঁচ ক্যাটাগরির এই প্রতিযোগিতার গতকাল হয় চূড়ান্ত পর্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল হামিদুর রহমান চৌধুরী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নূরুল আলম, প্রতিযোগিতার চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল কে এম শালজার প্রমুখ। 

এদিকে সন্ধ্যায় সমাপনী, সাংস্কৃতিক ও নৈশভোজের অনুষ্ঠানে উপস্থিত হন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্য শিল্পীদের পাশাপাশি গান শোনান সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ।মন্তব্য