kalerkantho


নিউ ইয়র্কে আন্তর্জাতিক খাদ্য উৎসব

নিউ ইয়র্ক প্রতিনিধি   

১৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক খাদ্য উৎসব। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় কনস্যুলেট জেনারেল মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ উৎসব। সোসাইটি ফর ফরেন কনসালস (সিওএফসি) উৎসবের আয়োজন করে।

এতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলও অংশগ্রহণ করেন।

বাংলাদেশের ঐতিহ্য এবং সংস্কৃতির পরিচায়ক হস্তশিল্প সামগ্রীসহ অন্যান্য উপাদান দিয়ে সুসজ্জ্বিত একটি দোকানে বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার সমুচা, শিঙাড়া ও পাকোরা স্থান পায়। দোকানে অনেক বিদেশি অতিথির সমাগম ঘটে।

তারা বাংলাদেশি খাবারের উচ্ছ্বসিত প্রশংসা করে। উৎসবে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. শামীম আহসান এনডিসি এবং তাঁর সহধর্মিণী পেন্ডোরা চৌধুরীসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খাবারের দোকান ছাড়াও নিউ ইয়র্কভিত্তিক বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টসের (বাফা) শিল্পীদের অনবদ্য পরিবেশনা বিদেশি দর্শকদের অভিভূত করে।

অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তাবৃন্দ, কূটনীতিক, সুশীল সমাজের প্রতিনিধি ছাড়াও মূলধারার মিডিয়া ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।মন্তব্য