kalerkantho


যশোরের সব সরকারি দপ্তরে সিটিজেন চার্টার টাঙানোর নির্দেশ

বিশেষ প্রতিনিধি, যশোর   

৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০



 

যশোরের সব সরকারি অফিসে দালাল প্রতিরোধে নোটিশ বোর্ডে কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়, মোবাইল ফোন নম্বর টাঙানোর নির্দেশ দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম। গতকাল বুধবার যশোর জিলা স্কুল অডিটরিয়ামে অনুষ্ঠিত এক গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। ‘এক সপ্তাহের মধ্যে প্রত্যেক সরকারি অফিসে সিটিজেন চার্টার টাঙাতে হবে। এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে গণশুনানির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান। গণশুনানিতে দুদক কমিশনার  (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম বলেন, ‘দুর্নীতিবাজদের চিহ্নিত করতে জনগণকে সোচ্চার হতে হবে। জনগণকে তাদের অধিকার সম্পর্কে সচেতন থাকতে হবে। দুর্নীতি দমন কমিশনের হটলাইন ১০৬ নম্বরে ফোন করে অভিযোগ দেওয়া যাবে।’ 

গণশুনানি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুদক প্রধান কার্যালয়ের পরিচালক (প্রতিরোধ) কমিশনার মো. মনিরুজ্জামান, দুর্নীতি দমন কমিশন খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক ড. আবুল হাসান, যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটি যশোর শাখার সাধারণ সম্পাদক বিনয়কৃষ্ণ মল্লিক, সদস্য জাহিদ হাসান টুকুন। দ্বিতীয় পর্বে গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালক ছিলেন যশোরের জেলা প্রশাসক ড. মো. হুমায়ুন কবীর। ৪৮ জন সেবাগ্রহীতা শুনানিতে জেলা পুলিশ, কোতোয়ালি থানা, সমাজসেবা অধিদপ্তর, শিক্ষা অফিস, জেনারেল হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ আনেন। সেবাগ্রহীতাদের অভিযোগের বিষয়ে উত্তর দেন সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা। সেবাগ্রহীতাদের  সমস্যা সমাধানের নির্দেশ দেন দুদকের কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম।



মন্তব্য