kalerkantho


আজকের ঢাকা

৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ইউনাইটেড হাসপাতাল : বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে মতবিনিময়, হাসপাতালের সেমিনার হলে, সকাল ১১টায়।

খেলাঘর : শিক্ষাব্যবস্থা্য় সাম্প্রদায়িক ও বৈষম্যমূলক বিষয় অন্তর্ভুক্তি প্রতিবাদে শিশু-কিশোর মানববন্ধন ও প্রতিবাদ সভা জাতীয় প্রেস ক্লাবের সামনে, সকাল ১১টায়। 

জাসদ, ঢাকা মহানগর : মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ভুল ও বিকৃত পাঠ্যসূচি প্রত্যাহার এবং পাঠ্যপুস্তকে বাদ দেওয়া রচনাগুলো পুনর্বহালের দাবিতে সভা, বঙ্গবন্ধু এভিনিউয়ের শহীদ কর্নেল তাহের মিলনায়তনে, দুপুর ১২টায়।

বাংলাদেশ স্টাডি ট্রাস্ট : আলোচনা সভা, ডিআরইউতে, বিকেল ৪টায়।

নিমফিয়া প্রকাশনী : চন্দ্রশেখর সাহার সন্দেশের ট্রাডিশনাল মোটিফ গ্রন্থের প্রকাশনা ও প্রদর্শনী উদ্বোধন, জাতীয় জাদুঘরে, বিকেল সাড়ে ৩টায়।

হোপ মাল্টিমিডিয়া : গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে, বিকেল ৪টায়।

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট : কার্যনির্বাহী পরিষদের অভিষেক, নিজস্ব মিলনায়তন, সন্ধ্যা ৬টায়।

আল্লামা রুমি সোসাইটি : বাংলার রুমি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ অডিটরিয়ামে, বিকেল ৩টায়।

রূপালী ব্যাংক লিমিটেড : বার্ষিক ব্যবসায়িক সম্মেলন, কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে, সকাল সাড়ে ৯টায়।

টয়ো ফিড লিমিটেড : কার্যক্রম উদ্বোধন, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা, সকাল সাড়ে ১০টায়।মন্তব্য