kalerkantho


বেগমগঞ্জে সাবেক চেয়ারম্যানের গুলি, আহতের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী   

৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেনের গুলিতে আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার ২৩ দিন পর গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

নিহত এই ব্যক্তির নাম আবুল কালাম ওরফে কালাম ড্রাইভার (৫৫)। তিনি কুতুবপুর ইউনিয়নের বটতলা গ্রামের আব্দুস সোবহানের ছেলে।

গত ১০ জানুয়ারি সোমবার রাতে সাবেক চেয়ারম্যান কামাল হোসেনের গুলিতে আহত হন কালাম। স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় ওই রাতেই তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে কালামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।মন্তব্য