kalerkantho


ময়মনসিংহে আনু মুহাম্মদ

গণভোট দিলে ৯৯% রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে ভোট দেবে

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

২২ অক্টোবর, ২০১৬ ০০:০০তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, ‘দেশের মানুষ রামপাল বিদ্যুৎকেন্দ্র চায় না। তারা চায় সুন্দরবন রক্ষা হোক। সরকার যদি সুষ্ঠুভাবে গণভোট নেয়, তাহলে দেশের ৯৯ শতাংশ মানুষই রামপাল চুক্তি বাতিল করে সুন্দরবন রক্ষার পক্ষে ভোট দেবে। এ ৯৯ শতাংশ মানুষের মাঝে আওয়ামী লীগের উচ্চপর্যায়ের নেতারাও থাকবেন।’ 

গতকাল শুক্রবার দুপুরে ময়মনসিংহ শহরের মালগুদাম এলাকায় কমিউনিস্ট পার্টির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিভাগীয় প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আন্দোলনের মাধ্যমেই জনগণ পরিবেশ বিধ্বংসী রামপাল প্রকল্প বাতিল করবে।

আনু মুহাম্মদ বলেন, সুন্দরবন দেশের মানুষের বেঁচে থাকার উৎস। আর বিদ্যুৎ মানুষের জীবনে সমৃদ্ধি আনার উৎস। উন্নয়নের কথা বলে সেই সুন্দরবনকে বিনাশ করার পাঁয়তারা চলছে। পরিবেশ বিজ্ঞানী, রাজনৈতিক দল, সংস্কৃতিকর্মী ও সংশ্লিষ্ট সবাই শুরু থেকে এ প্রকল্প কিভাবে সুন্দরবনকে ধ্বংস করবে সেটি ব্যাখ্যা করে প্রকল্পটি বাতিল করার দাবি জানাচ্ছে। কিন্তু সরকার নির্বিকার।

প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন কমিটির জেলা শাখার আহ্বায়ক মোখছেদুর রহমান জুয়েল। আরো বক্তব্য দেন আবুল হাসান রুবেল, অধ্যাপক সামিনা লুত্ফা, শেখ বাহার মজুমদার, আবুল কালাম আজাদ প্রমুখ।

এদিকে প্রশাসন অনুমতি না দেওয়ায় বিকেলে শহরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে ঘোষিত মতবিনিময় সভা করতে পারেনি গণসংহতি আন্দোলন। এ ঘটনায় প্রশাসনের ভূমিকার নিন্দা জানিয়ে গণসংহতি আন্দোলনের উদ্যোগে ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। সেখানেও আনু মুহাম্মদ বক্তব্য দেন।মন্তব্য