kalerkantho


দুই বিচারক হত্যা

খুলনায় জেএমবি নেতা আসাদুলের ফাঁসি কার্যকর

খুলনা অফিস   

১৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ঝালকাঠিতে দুই বিচারককে হত্যার দায়ে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতা আসাদুল ইসলাম ওরফে আরিফের ফাঁসির দণ্ড কার্যকর করা হয়েছে। গতকাল রবিবার রাত সাড়ে ১০টায় খুলনা কেন্দ্রীয় কারাগারে এই দণ্ড কার্যকর করা হয়।

খুলনা কারাগারের জেলর জান্নাতুল ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আসাদুলের বাড়ি বরগুনার সদরে। তিনি ২০০৮ সাল থেকে খুলনা কারাগারে ছিলেন। কারাগারে আসাদুলের সঙ্গে শেষবারের মতো দেখা করেছেন তাঁর স্ত্রী, দুই মেয়ে, এক বোন, শ্বশুর-শাশুড়িসহ ১৮ স্বজন। তারা দুপুর সাড়ে ১২টার দিকে কারাগারে প্রবেশ করে। বেরিয়ে যায় দুপুর ৩টার দিকে।

আসাদুলের ভাতিজা মো. জামাল জানান, তাঁর চাচাকে বাগেরহাটে মোল্লারহাটের উদয়পুরে দাফন করা হবে। সেখানে তাঁর শ্বশুরবাড়ি।

জেলা কারাগার সূত্রে জানা যায়, ২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠির জ্যেষ্ঠ সহকারী জজ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ের গাড়িতে বোমা হামলা চালিয়ে তাঁদের হত্যা করে জেএমবি জঙ্গিরা।

এ ঘটনায় করা মামলায় জেএমবির প্রধান শায়খ আব্দুর রহমান ও দ্বিতীয় প্রধান সিদ্দিকুল ইসলামসহ সাতজনের ফাঁসির রায় হয়। ২০০৭ সালে আসাদুল ছাড়া অন্যদের ফাঁসির দণ্ড কার্যকর করা হয়।

 মন্তব্য