kalerkantho


অর্থমন্ত্রী বললেন

খাদ্য উৎপাদনে দেশ এগিয়ে যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক   

১৭ অক্টোবর, ২০১৬ ০০:০০খাদ্য উৎপাদনে দেশ এগিয়ে যাচ্ছে

বিশ্ব খাদ্য দিবস ২০১৬ উপলক্ষে কৃষি মন্ত্রণালয় আয়োজিত মেলায় গতকাল বিভিন্ন স্টল পরিদর্শন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। ছবি : কালের কণ্ঠ

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘খাদ্য উৎপাদনে দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের নিজস্ব গবেষণা দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। এই ধারাকে আরো এগিয়ে নিতে হবে।’

গতকাল রবিবার বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে অনুষ্ঠিত এক সেমিনারে অর্থমন্ত্রী এসব কথা বলেন। ‘জলবায়ু পরিবর্তনের সাথে খাদ্য এবং কৃষিও বদলাবে’ শীর্ষক এই সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

সেমিনারে আরো বক্তব্য দেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মকবুল হোসেন প্রমুখ।

সেমিনারে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈন উদ্দীন আবদুল্লাহ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এম এ সাত্তার মণ্ডল।

অর্থমন্ত্রী বলেন, এখন জমির ব্যবহার অনেকটাই কমেছে। তবে প্রযুক্তির মাধ্যমে উৎপাদন সক্ষমতা দিন দিন আরো বাড়ছে। উৎপাদন বাড়ছে তাই খাদ্যের গুণাগুণেও ইতিবাচক পরিবর্তন এসেছে। এ ক্ষেত্রে পুষ্টিগুণ বাড়াতে আরো কার্যকর পদক্ষেপ নিতে হবে।মন্তব্য