kalerkantho


তিন দিনের তথ্যপ্রযুক্তি উৎসব আইসিসিবিতে উদ্বোধন বুধবার

নিজস্ব প্রতিবেদক   

১৭ অক্টোবর, ২০১৬ ০০:০০রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী তথ্যপ্রযুক্তি উৎসব। ‘ডিজিটাল ওয়ার্ল্ড’ শিরোনামের এ উৎসব বুধবার সকালে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেশন সিটিতে (আইসিসিবি) আয়োজিত উৎসবে সাত দেশের মন্ত্রী, মাইক্রোসফট, ফেসবুক, একসেন্সার, জেডটিই, হুয়াওয়েসহ তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক প্রতিনিধি অংশ নেবেন। গতকাল রবিবার তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। বিশেষায়িত এ উৎসবের প্রতিপাদ্য ‘নন স্টপ বাংলাদেশ’।

তথ্য অধিদপ্তর মিলনায়তনে গতকাল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে অংশ নেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদার, বেসিসের সভাপতি মোস্তাফা জব্বার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, এটুআই প্রকল্পের পরিচালক কবির বিন আনোয়ার, প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানান, দেশের ৬৫ শতাংশ মানুষের বয়স ২৫ বছরের নিচে। এদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বিশেষভাবে দক্ষ করে তুলতে হবে। ডিজিটাল ওয়ার্ল্ড উৎসবে ৪০টি মন্ত্রণালয় ছাড়াও শীর্ষস্থানীয় বেসরকারি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান তাদের ডিজিটাল কার্যক্রম উপস্থাপন করবে। প্রদশর্নীতে সফটওয়্যার শোকেসিং, ই-গভর্নেন্স এক্সপোজিশন, মোবাইল ইনোভেশন, ই-কমার্স এক্সপো, স্টার্টআপ জোন ছাড়াও আইসিটি সংশ্লিষ্ট ১২টি সেমিনার, ডেভেলপমেন্ট পার্টনারস কনফারেন্স ও আইসিটি এডুকেশন সম্মেলন হবে।

প্রতিমন্ত্রী পলক সাংবাদিকদের জানান, তিন দিনের উৎসবে ৪০০ সফটওয়্যার কম্পানি অংশ নেবে। ২০টি সেমিনারে ৪০ জন বিদেশিসহ ২০০ বক্তা বক্তব্য দেবেন। থাকছে আইসিটি সংশ্লিষ্ট ১২টি সেমিনার। এবারের আয়োজনে পাঁচ লাখ দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে। মেলা সবার জন্য সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। এ আয়োজনে আইএফআইসি ব্যাংক প্লাটিনাম পার্টনার হিসেবে রয়েছে। আর বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), বাংলাদেশ ইউমেন ইন ইনফরমেশন টেকনোলজি, সিটিও ফোরাম বাংলাদেশ, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম এবং বোল্ড রয়েছে সহযোগী পার্টনার।মন্তব্য