kalerkantho


প্রধানমন্ত্রীকে নিয়ে আগাম শঙ্কা প্রকাশ করলেন শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

১২ অক্টোবর, ২০১৬ ০০:০০নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান শঙ্কা প্রকাশ করে বলেছেন, প্রধানমন্ত্রীকে নিয়ে ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। আগামীতে কঠিন সময় আসছে। ডিসেম্বরের পর থেকে ভয়াবহ লড়াই হবে। ছোবল দেওয়ার চেষ্টা করা হবে। ষড়যন্ত্র বাংলাদেশ থেকে হবে না, হবে দেশের বাইরে থেকে। টার্গেট শেখ হাসিনাকে হত্যা করা, নয়তো ক্ষমতাচ্যুত করা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ শহরের দুই নম্বর রেলগেট এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গতকাল সন্ধ্যায় নবনির্বাচিত নেতাদের সংবর্ধনা দেওয়া হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই ও সেক্রেটারি আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদলকে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানায়। ১৪ বছর পর গত রবিবার জেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে সহসভাপতি করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে অবশ্য তিনি উপস্থিত ছিলেন না।   মন্তব্য