kalerkantho


সারা দেশে বৃষ্টি আজও হতে পারে

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক   

১২ অক্টোবর, ২০১৬ ০০:০০সারা দেশে বৃষ্টি ঝরছে অঝোরে। গতকাল মঙ্গলবার বেশ বৃষ্টি হয়েছে বিভিন্ন অঞ্চলে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু ও সঞ্চালনশীল গভীর মেঘমালার কারণে চট্টগ্রামসহ উপকূলীয় অঞ্চলে সামনের কয়েক দিনও আবহাওয়া খারাপ থাকবে। আজ সকাল থেকে শুরু হয়ে বৃষ্টি দুপুরের দিকে কিছুটা ধরে আসতে পারে। তবে বিকেলে বৃষ্টির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আগামীকাল বৃহস্পতিবারও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে ৪০ মিলিমিটার। পরের ছয় ঘণ্টায় এর পরিমাণ ছিল ১৯ মিলিমিটার। গতকাল ভোর পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বগুড়ায়, ১৭৬ মিলিমিটার।মন্তব্য