kalerkantho


নোটিশ বোর্ড

১১ অক্টোবর, ২০১৬ ০০:০০নোটিশ বোর্ড

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষপূর্তি উদ্‌যাপন

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি) তাদের তৃতীয় বর্ষপূর্তি উদ্‌যাপন করেছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, রক্তদান এবং শহরের বিভিন্ন সড়কে আলপনা অঙ্কনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম রাশেদুল হাসান, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার, ভাইস চেয়ারম্যান মো. আব্দুল মান্নান ও ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে কবুতর ও বেলুন উড়িয়ে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা, কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত), রেজিস্ট্রার, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। সংবাদ বিজ্ঞপ্তি।

 

বিইউর ব্যবসায় প্রশাসন বিভাগের সমাপনী উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে বাংলাদেশ ইউনিভার্সিটির (বিইউ) ব্যবসায় প্রশাসন বিভাগের ৩৩তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব এবং একই বিভাগের ৪৪ ও ৪৫তম ব্যাচের নবীনবরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি এম এ গোলাম দস্তগীর। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. গোলাম রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক আশরাফ উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে বক্তারা বিইউর শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তা কাজে লাগানোর আহ্বান জানান। সংবাদ বিজ্ঞপ্তি।মন্তব্য