kalerkantho


সচিবালয়ে লিফটে আটকা পড়লেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   

১১ অক্টোবর, ২০১৬ ০০:০০স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম গতকাল সোমবার বিকেলে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের একটি লিফটে আটকা পড়েছিলেন। এ সময় তাঁর সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্যও ছিলেন। তাঁরা প্রায় ১৫ মিনিট আটকা ছিলেন। পরে ফায়ার সার্ভিস ও কারিগরি বিভাগের লোকজন এসে লিফট কেটে তাঁদের সুস্থ অবস্থায় উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা পরীক্ষিত চৌধুরী কালের কণ্ঠকে বলেন, ‘বিকেল ৩টা ৫০ মিনিটে মন্ত্রী অফিস থেকে নেমে যাওয়ার সময় ওই ঘটনা ঘটে। তাঁর সঙ্গে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ডা. সারফুদ্দিন আহম্মেদ ও প্রোভিসি অধ্যাপক ডা. মো. শহিদুল্লাহ সিকদার। তবে তাঁরা সবাই সুস্থ আছেন। পরে মন্ত্রী রাজধানীর শেরে বাংলানগরে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের অনুষ্ঠানে অংশ নেন।’

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, মাত্র কয়েক মাস আগে নতুন এ লিফট স্থাপন করা হয়েছে।মন্তব্য