kalerkantho


প্রযুক্তিগত উদ্ভাবনে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান

৯ অক্টোবর, ২০১৬ ০০:০০তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক প্রযুক্তিগত উদ্ভাবনে দেশকে এগিয়ে নিয়ে যেতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন। ব্র্যাকের উদ্যোগে এবং ভারতের ডিজিটাল এমপাওয়ারমেন্ট ফাউন্ডেশনের (ডিইএফ) সহযোগিতায় আজ শনিবার ‘ব্র্যাক মন্থন ডিজিটাল ইনোভেশন অ্যাওয়ার্ড’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, ‘আমাদের সৃজনশীল ও উদ্যমী তরুণরাই বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা সমুন্নত রাখছে।’

উন্নয়নে প্রযুক্তির ব্যবহার এবং নতুন ডিজিটাল ও মোবাইল ইনোভেশনকে স্বীকৃতি দেওয়ার জন্য বাংলাদেশে প্রথমবারের মতো ব্র্যাক এই আয়োজন করে। রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এই অনুষ্ঠান শুরু হয় দুপুর ২টায়। প্রথম পর্বে চূড়ান্তভাবে মনোনীত ২৯ জন প্রতিযোগীর বিভিন্ন উদ্ভাবন নিয়ে আয়োজিত মেলাটি সবার জন্য উন্মুক্ত ছিল।

বিকেল ৪টায় মেলা পরিদর্শন করেন তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।মন্তব্য