kalerkantho


ওজন কমানোর সহজ উপায়

৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ওজন কমানোর সহজ উপায়

১. খাওয়ার আগে পানি পান : বেশি খাওয়ার জন্য যাদের দেহের ওজন বেড়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে এটি কার্যকর। যখনই খেতে বসবেন, খাওয়ার আগে এক গ্লাস পানি পান করে নেবেন। এতে বাড়তি ক্ষুধা চলে যাবে। পানি আপনার দেহের জলীয় চাহিদাই শুধু পূরণ করবে না, এটি আপনার পেট পূর্ণ থাকার অনুভূতি জোগাবে। ফলে বাড়তি খাওয়ার প্রবণতা কমে যাবে।

২. ধীরে খাওয়া : যাদের তাড়াতাড়ি খাওয়ার অভ্যাস আছে তারা অভ্যাস পাল্টানোর কথা ভাবুন। কারণ দ্রুত খাওয়ার ফলে বাড়তি খাওয়ার প্রবণতা তৈরি হয়। এ ক্ষেত্রে একবার করে মুখে খাবার তোলার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এতে আপনার খাবারের পরিমাণ কমার সঙ্গে সঙ্গে দেহের ওজনও কমে যাবে।

৩. অর্ধেক খাবার শেয়ার : একা নয় বরং অন্যদের দিয়ে খাওয়ার অভ্যাস গড়ুন। যেকোনো মজাদার খাবার খেতে হলে অর্ধেক নিজে খান এবং অর্ধেক অন্য কারো জন্য রেখে দিন। আর এতে আপনি দেহের ওজন কমানোর পাশাপাশি সামাজিক সম্পর্কও জোরদার করতে পারবেন।

৪. জাংক ফুড নয়, ফলমূল : আপনার যদি কোথাও বেড়াতে গেলে কিংবা ক্ষুধা লাগলে চট করে জাংক ফুড খাওয়ার অভ্যাস থাকে তাহলে সাবধান। জাংক ফুড আপনার দেহের ওজন অনেকাংশে বাড়িয়ে দেবে। আর এ কারণে অভ্যাসটি ত্যাগ করতেই হবে। তবে ক্ষুধা লাগলে যেকোনো কিছু না খেয়ে বসে থাকতে হবে এমনটি নয়। জাংক ফুডের বদলে খেয়ে নিন তাজা ফলমূল। এতে আপনার দেহের ওজন বাড়বে না।

৫. শরীর সচল রাখা : অচল শরীরে ওজন বাড়বে, এটিই স্বাভাবিক। আপনি যদি দেহের ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে শরীর সচল রাখতে হবে। এ জন্য প্রতিদিন অন্তত আধা ঘণ্টা শারীরিক অনুশীলন কিংবা জোরে হাঁটা অভ্যাস করুন। এতে দেহের ওজন কমবে এবং বহু মারাত্মক রোগ থেকে রক্ষা পাওয়া সহজ হবে।

 

টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে ওমর শরীফ পল্লবমন্তব্য