kalerkantho


হেফাজতের আমির বললেন

‘ধর্ম যার যার উৎসব সবার’ এমন উক্তি ইসলামবিরোধী

নিজস্ব প্রতিবেদক   

৯ অক্টোবর, ২০১৬ ০০:০০হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, “হিন্দু সম্প্রদায়ের পূজার অনুষ্ঠানে কতিপয় মুসলমানের শরিক হওয়াকে সমর্থন করে ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এমন উক্তি বা বক্তব্য দেওয়া সম্পূর্ণ ইসলামবিরোধী।” গতকাল শনিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজত আমির এসব কথা বলেন।

আহমদ শফী বলেন, ‘হিন্দু ধর্মানুসারীরাও এ ধরনের বক্তব্য স্বীকার করে না। যদি করত, তাহলে ভারতীয় মুসলমানদের পবিত্র কোরবানির উৎসবে হিন্দুরা বাধা দিত না। গরু কোরবানির হালাল কাজে বাধা দিয়ে মুসলমানদের হত্যা করত না।’

বিবৃতিতে আল্লামা আহমদ শফী আরো বলেন, ‘‘হিন্দু সম্প্র্রদায়ের দুর্গাপূজা উপলক্ষে গত ৬ অক্টোবর সংবাদপত্রে প্রধানমন্ত্রী বাণী দিয়েছেন। দেশের সব নাগরিকের সরকারপ্রধান হিসেবে শুভেচ্ছা জানিয়ে বাণী দেওয়ার সঙ্গে আমাদের দ্বিমত নেই। কিন্তু প্রধানমন্ত্রী পূজার বাণীর একটা অংশে বলেছেন, ‘দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্র্রদায়ের উৎসবই নয়, এটি আজ সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে।’ প্রধানমন্ত্রীর এ বক্তব্য ইসলাম ধর্মের বিশ্বাসের সম্পূর্ণ বিপরীত ও আপত্তিকর।’’মন্তব্য