kalerkantho


ভুয়া জন্ম সনদে বাল্যবিয়ের প্রস্তুতি

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি   

৮ অক্টোবর, ২০১৬ ০০:০০চট্টগ্রামের বাঁশখালীর কাথারিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে দিতে ১৯ বছর বয়স দেখিয়ে ভুয়া জন্ম সনদ তৈরি করেছে বর ও কনেপক্ষ। আগামী মঙ্গলবার এই বিয়ের দিনক্ষণও ঠিক করা হয়ে গেছে। এদিকে বয়স বাড়িয়ে এভাবে বাল্যবিয়ের আয়োজন নিয়ে স্থানীয় সচেতন মহলে তোলপাড় চলছে।

জানা গেছে, স্কুল রেজিস্ট্রেশন অনুসারে ওই ছাত্রীর বয়স ১৪ বছরের কাছাকাছি। অথচ বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর। এ অবস্থায় ভুয়া জন্ম সনদ তৈরি করে মেয়েটির বয়স ১৯ বছর করা হয়েছে। গতকাল শুক্রবার সরেজমিন গিয়ে গ্রামবাসী ও বর-কনেপক্ষের সঙ্গে আলাপ করে জানা গেছে, কাথারিয়া ইউনিয়নের কাথারিয়া গ্রামের প্রবাসী মো. শাহজাহানের মেয়ে জান্নাতুল কাউছারের সঙ্গে একই ইউনিয়নের বাঘমারা গ্রামের মৃত আবু ছালেহের ছেলে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা শাহে এমরানের (৩১) বিয়ে ঠিক হয়। আগামী ১১ অক্টোবর বিয়ের অনুষ্ঠানের দিনক্ষণও ঠিক করা হয়েছে। কিন্তু কনের বয়স বিয়েতে বাধা হয়ে দাঁড়াতে পারে এমন আশঙ্কায় বর ও কনেপক্ষ স্থানীয় ইউপি সদস্য হামিদা বেগমের মাধ্যমে জন্ম সনদ নেওয়ার চেষ্টা করে। এই খবর স্থানীয় ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জানতে পেরে বাধা দেন। পরে তারা ভুয়া জন্ম সনদ তৈরি করে।মন্তব্য