kalerkantho


ঢাকার ঝুঁকিপূর্ণ ৩২১ ভবন অপসারণ ডিসেম্বরের মধ্যে

নিজস্ব প্রতিবেদক   

৭ অক্টোবর, ২০১৬ ০০:০০রাজধানীর ঝুঁকিপূর্ণ ৩২১টি ভবন ডিসেম্বর মাসের মধ্যেই অপসারণ করা হবে। সরকারি ও বেসরকারি মালিকানাধীন ভবনগুলো নির্দেশনা অমান্য করলে বিচ্ছিন্ন করা হবে সব সেবামূলক সংযোগ। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ কামাল।

সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে সচিব মো. শাহ কামাল বলেন, ‘আমরা ভবনগুলো আগামী ডিসেম্বরের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছি। এর মধ্যে কিছু সরকারি ভবনও রয়েছে। ঝুঁকিপূর্ণ ভবনে গ্যাস, বিদ্যুৎ, পানিসহ ইউটিলিটি সেবা সংযোগ বিচ্ছিন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। চারটি ভবনের বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। ঢাকার বাইরে খুলনায় ৪০, চট্টগ্রামে ২৪ ও সিলেটে ৩১টি ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে। সচিবালয়ে ৩ ও ৪ নম্বর ভবনটি বেশ পুরনো, এগুলো রেট্রোফিটিং করা হবে।’

সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মন্তব্য