kalerkantho


বিসমিল্লাহ গ্রুপের ঋণ কেলেঙ্কারি

জনতা ব্যাংকের দুই ডিজিএম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক   

৭ অক্টোবর, ২০১৬ ০০:০০বিসমিল্লাহ গ্রুপের ঋণ কেলেঙ্কারির মামলায় জনতা ব্যাংকের দুই ডিজিএমকে (উপমহাব্যবস্থাপক) গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মতিঝিলে জনতা ব্যাংকের লোকাল অফিস থেকে ব্যাংকের করপোরেট শাখার ডিজিএম আজমুল হক ও এস এম আবু হেনা মোস্তফা কামালকে গতকাল বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য দিয়েছেন।

দুদকের পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী, এস এম রফিকুল ইসলাম, আহেরুজ্জামান ও জালাল উদ্দিন গতকাল সকালে গ্রেপ্তার অভিযান চালান।

সরকারি ও বেসরকারি পাঁচটি ব্যাংক থেকে এক হাজার ২০০ কোটি টাকা ঋণ জালিয়াতি, মুদ্রাপাচার ও দুর্নীতির অভিযোগে ২০১৩ সালের ৩ নভেম্বর বিসমিল্লাহ গ্রুপের চেয়ারম্যান নওরিন হাসিব, ব্যবস্থাপনা পরিচালক খাজা সোলায়মান চৌধুরীসহ ৫৪ জনের বিরুদ্ধে এক ডজন মামলা করে দুদক। ওই ৫৪ জনের মধ্যে বিসমিল্লাহ গ্রুপের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ ১৩ জন সব কটি মামলারই আসামি। এসব মামলার মধ্যে জনতা ব্যাংক থেকে বিসমিল্লাহ গ্রুপের মোট ৩৩২ কোটি ৯১ লাখ টাকা আত্মসাতের দুটি মামলায় আসামি হলেন আজমুল হক ও এস এম আবু হেনা মোস্তফা কামাল।মন্তব্য