kalerkantho


বেনাপোল বন্দরে অগ্নিকাণ্ড

সঠিক কারণ নির্ণয় করতে পারেনি কমিটি

বেনাপোল প্রতিনিধি   

৭ অক্টোবর, ২০১৬ ০০:০০যশোর বেনাপোল বন্দরের শেডে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো সঠিক কারণ নির্ণয় করতে পারেনি তদন্ত কমিটি। তারা বলছে, শর্টসার্কিট থেকে আগুন লাগেনি। তবে নাশকতার বিষয়টি উড়িয়ে না দিয়ে বন্দর কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করেছে নৌপরিবহন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি।

গত ২ অক্টোবর ভোরে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের ২৩ নম্বর শেডে আগুন লাগে। এতে আমদানি করা বিপুল পরিমাণ মাল পুড়ে ছাই হয়ে যায়। প্রায় সাত ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনার পর তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়।

গতকাল বেনাপোলে নৌপরিবহন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি সাংবাদিকদের জানিয়েছে, শর্টসার্কিট থেকে যে আগুনের সূত্রপাত হয়নি, প্রাথমিকভাবে তা অনেকটাই নিশ্চিত। সিগারেটের আগুন বা নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

তদন্ত কমিটির প্রধান সাফয়েত হোসেন বলেন, ‘কেমিক্যাল রাখার জন্য আলাদা শেড থাকার পরও কেন এ শেডে তুলার সঙ্গে কেমিক্যাল রাখা হলো, সেটাও দেখা হচ্ছে। প্রয়োজনে আরো তদন্ত করতে হবে।’

মতবিনিময়কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তদন্ত কমিটির সদস্য স্থলবন্দর কর্তৃপক্ষের সচিব হাবিবুর রহমান, যশোর জেলা প্রশাসনের প্রতিনিধি শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম, ফায়ার সার্ভিস যশোরের সহকারী পরিচালক পরিমলচন্দ্র কুণ্ড ও ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির প্রধান রাজশাহী অঞ্চলের উপপরিচালক নুরুল ইসলাম প্রমুখ।মন্তব্য