kalerkantho


সাইপ্রাসে ফোর্স কমান্ডার

যোগদানের উদ্দেশ্যে সেনা কর্মকর্তার ঢাকা ত্যাগ

৬ অক্টোবর, ২০১৬ ০০:০০যোগদানের উদ্দেশ্যে  সেনা কর্মকর্তার ঢাকা ত্যাগ

সাইপ্রাসে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ফোর্স কমান্ডার হিসেবে নিযুক্ত মেজর জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির গতকাল বুধবার নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আগামী ৯ অক্টোবর সাইপ্রাসে গিয়ে ফোর্স কমান্ডার হিসেবে যোগদান করবেন। এর আগে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রয়োজনীয় ব্রিফিংয়ে  অংশ নেবেন তিনি।

জাতিসংঘ মিশনে নিযুক্ত হওয়ার আগে মেজর জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর অধীনে বসনিয়া ও কঙ্গোতে সামরিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

বর্তমানে জাতিসংঘের অধীনে বিভিন্ন শান্তিরক্ষী মিশনে উচ্চপদস্থ কর্মকর্তা পদে কয়েকজন বাংলাদেশি কর্মকর্তা নিয়োজিত আছেন। এর মধ্যে মেজর জেনারেল মোহাম্মদ হুমায়ুন ফোর্স কমান্ডার হিসেবে সর্বোচ্চ পদে নিয়োজিত হলেন। সংবাদ বিজ্ঞপ্তি


মন্তব্য