kalerkantho


সাঈদ খোকন বললেন

ডিএসসিসিতে ১০০ গণশৌচাগার নির্মাণ করা হবে

নিজস্ব প্রতিবেদক   

৬ অক্টোবর, ২০১৬ ০০:০০আগামী এক বছরের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) নতুন আরো ১০০টি আধুনিক গণশৌচারগার নির্মাণ করা হবে বলে জানিয়েছেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, ‘আমরা নির্ধারিত সময়ের মধ্যে ১০০টি অত্যাধুনিক টয়লেট নির্মাণ করার কাজ হাতে নিয়েছি। এ ছাড়া এই মুহূর্তে কিছু টয়লেট সংস্কার করে তা আধুনিকায়নের কাজও শুরু হয়েছে।’

গতকাল বুধবার সকাল ১১টায় পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে নির্মিত আধুনিক পাবলিক টয়লেটের উদ্বোধন শেষে ডিএসসিসির মেয়র এসব কথা বলেন।

মেয়র বলেন, শহরে পাবলিক টয়লেটের যথেষ্ট অভাব রয়েছে। এ কারণে নাগরিকদের ব্যাপক ভোগান্তির সম্মুখীন হতে হয়। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে নারীরা। সেদিকে লক্ষ রেখেই ডিএসসিসি এ উদ্যোগ নিয়েছে। বাহাদুর শাহ পার্কে উদ্বোধন হওয়া টয়লেটের মধ্যে নারীদের জন্য তিনটি পৃথক ও পুরুষদের জন্য ছয়টি পৃথক জায়গা রাখা হয়েছে। এখানে রয়েছে গোসল ও খাবার পানির সুবিধাও।


মন্তব্য