kalerkantho


সংসদে বিল পাস

অবসরপ্রাপ্ত বিচারপতিদের সুযোগ-সুবিধা বাড়ল

নিজস্ব প্রতিবেদক   

৪ অক্টোবর, ২০১৬ ০০:০০জাতীয় সংসদে সুপ্রিম কোর্ট জাজেস (ছুটি, পেনশন ও সুবিধাদি) (সংশোধন) বিল-২০১৬ পাস হয়েছে গতকাল সোমবার রাতে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের প্রস্তাবে তা কণ্ঠভোটে পাস হয়। এর মাধ্যমে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের সুযোগ-সুবিধা বাড়ল।

বিলটি ২০১৩ সাল থেকে কার্যকর হবে। একজন বিচারক অবসরে গেলে, পদত্যাগ করলে বা পদচ্যুত হলেও পেনশন পাওয়ার যোগ্য হবেন। বিলটি পাসের আগে জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। বিলের ওপর সংশোধনী প্রস্তাবও গ্রহণ করা হয়নি। গত বছরের ৮ জুন বিলটি উত্থাপনের বিরোধিতা করেন বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্যরা।

বিলে বলা হয়েছে, বিচারপতিদের মাসিক পেনশনের পরিমাণ ১৯৯৩ সালের সংশোধিত অ্যাক্ট বলে নির্ধারিত পাঁচ হাজার টাকা থেকে বাড়িয়ে চলতি সংশোধনীতে আট হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে বিচারপতিদের পেনশন নির্ধারিত হবে মোট চাকরিকালীন সময়কে মাসের হিসাবে গুণ করে প্রতি মাসে ২৫০ টাকা হারে। তবে এ হিসাবে কেউ আট হাজার ৫০০ টাকার বেশি পাবেন না। একইভাবে বিলে বিচারপতিদের বয়সানুপাতে পেনশন সুবিধার হার বণ্টন করা হয়েছে।মন্তব্য