kalerkantho


শিক্ষাবিদ ড. আব্দুর রশিদের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক   

৩ অক্টোবর, ২০১৬ ০০:০০শিক্ষাবিদ ড. আব্দুর রশিদ গতকাল রবিবার সকালে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স ছিল ৮১ বছর। তিনি তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ড. আব্দুর রশিদের ভাগ্নে ও ডেইলি সান পত্রিকার সিনিয়র রিপোর্টার শওকত আলী খান জানান, তিনি ১৯৩৫ সালে সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। কানাডার অটোয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি নিয়ে ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরিজীবন শুরু করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময় নিউ জার্সিতে রচি কম্পানির অতিরিক্ত প্রধান কেমিস্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।মন্তব্য