kalerkantho


রেলস্টেশনে পড়ে থাকা ব্যাগে নবজাতক

চুয়াডাঙ্গা প্রতিনিধি   

৩ অক্টোবর, ২০১৬ ০০:০০চুয়াডাঙ্গা রেলস্টেশনে পরিত্যক্ত ব্যাগ থেকে গতকাল রবিবার দুপুরে এক নবজাতক ছেলেকে উদ্ধার করা হয়েছে। শিশুটিকে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

চুয়াডাঙ্গা রেলস্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মামুন হোসেন জানান, দুপুরে খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস চুয়াডাঙ্গা স্টেশনে পৌঁছে। আগে থেকে প্ল্যাটফর্মের উত্তর দিকে আব্দুল কুদ্দুসের চায়ের দোকানে তিন নারী ও এক পুরুষ বসে ছিল। স্টেশনে ট্রেন আসার পর যাত্রীদের ওঠানামার ভিড়ের মধ্যে ওই চারজন হারিয়ে যায়। কিছুক্ষণ পর ট্রেন স্টেশন ছেড়ে চলে যায়। তার পরপরই কান্নার আওয়াজ শুনতে পায় স্টেশনে থাকা লোকজন। তারা দেখতে পায়, চায়ের দোকানের পাশের বেঞ্চের নিচে একটি ব্যাগের ভেতর থেকে আসছে কান্না। খবর পেয়ে রেলওয়ে পুলিশ গিয়ে ব্যাগ খুলে নবজাতককে উদ্ধার করে।মন্তব্য