kalerkantho


আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে কাউন্সিলর ৬৫৭০

নিজস্ব প্রতিবেদক   

২ অক্টোবর, ২০১৬ ০০:০০আগামী ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিতব্য আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে সারা দেশ থেকে ছয় হাজার ৫৭০ জন কাউন্সিলর আসবেন। নতুন নেতৃত্ব নির্বাচনের পাশাপাশি এবার কমিটির পরিধি বাড়তে পারে। গতকাল দলের উপপরিষদের এক সভায় সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের এ তথ্য জানান।

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে গতকাল শনিবার সকালে ধানমণ্ডির প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে দপ্তর উপপরিষদের এক সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভায় বলেন, ‘আমাদের এই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। যেখানে কমিটির পরিধি আগের চেয়ে সাত-আটজন বাড়বে। কমিটির কার্যনির্বাহীতে ৮১ কিংবা ৮৩ হবে। তবে উপকমিটির সহসম্পাদক ১০০-এর মধ্যে রাখা হবে। আমরা চূড়ান্তভাবে ঠিক করেছি ছয় হাজার ৫৭০ জন কাউন্সিলর সারা দেশ থেকে আসবেন। এর বাইরে কতজন ডেলিগেট জেলা পর্যায় থেকে আসবে, সেটা আগামী এক সপ্তাহের মধ্যে জেলা সভাপতি, সাধারণ সম্পাদকগণ আমাদের কাছে লিস্ট পাঠাবেন। সম্মেলনে ৭০টি সাংগঠনিক জেলা কাউন্সিলরদের তালিকা জমা দেবে।’

নেতাদের সতর্ক করে ওবায়দুল কাদের বলেন, ‘সম্মেলনে কোনো ধরনের আত্মপ্রচার চলবে না। কেউ নিজের নাম দিয়ে, ছবি দিয়ে, পোস্টার ব্যানার, ফেস্টুন, লিফলেট বা বিলবোর্ড করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

দপ্তর উপপরিষদের এ সভায় উপস্থিত ছিলেন দপ্তর উপপরিষদের সদস্যসচিব আবদুস সোবহান গোলাপ, সদস্য আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, সুজিত রায় নন্দী, এস এম কামাল হোসেন প্রমুখ।মন্তব্য