প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা ও সংসদীয় কমিটির সুপারিশ না মেনে অনিয়মের মাধ্যমে ওষুধ সরবরাহপ্রক্রিয়া পরিচালনার অভিযোগ তদন্তের অংশ হিসেবে আজ রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত টিম যাচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে। বিশেষ করে নির্দেশনা অমান্য করে টেকনো ড্রাগস নামের একটি ওষুধ কম্পানির কাছ থেকে প্রায় ১৮ কোটি টাকা মূল্যের ৪৬ লাখ ভায়াল হরমোন ইনজেকশন কেনার বিষয়ে এ তদন্ত হচ্ছে বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
জানতে চাইলে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের নেতৃত্বে একটি টিম রবিবার আমার দপ্তরে তদন্তের জন্য আসার কথা রয়েছে। ওই টিম ১৮ কোটি টাকা মূল্যের হরমোন ইনজেকশন কেনার বিষয়ে আমাদের কাছ থেকে খোঁজখবর নেবে বলে মনে হচ্ছে।’ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর ওই তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডা. মো. সাজেদুল হাসানের সই করা একটি নোটিশ পাঠানো হয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে। এতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা ও সংসদীয় কমিটির সুপারিশ না মেনে ওই ওষুধ ক্রয়প্রক্রিয়ার মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পরিকল্পনায় যারা জড়িত তাদের বিষয়ে তদন্ত হবে বলে জানানো হয়।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের