kalerkantho


জাল জব্দ

ভোলা প্রতিনিধি   

১ অক্টোবর, ২০১৬ ০০:০০ভোলার বোরহানউদ্দিনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করেছেন কোস্ট গার্ড সদস্যরা। গত বৃহস্পতিবার রাতে উপজেলার হাকিমুদ্দিনঘাটের কাছে হাসাননগর বাজারে অভিযান চালায় এসব জাল জব্দ করে তাঁরা। এ ব্যাপারে কোস্ট গার্ড দক্ষিণ জোনের লে. কমান্ডার (বিএন) এস এম সেলিম জাহাঙ্গীর জানান, গোপন খবরের ভিত্তিতে কোস্ট গার্ড দক্ষিণ জোনের একটি অপারেশন দল বৃহস্পতিবার রাতে হাসাননগর বাজারে অভিযান চালায়। এ সময় এক লাখ ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার দাম আনুমানিক ৪৩ লাখ ৭৫ হাজার টাকা। পরে জব্দ করা জাল নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মত্স্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়েছে।মন্তব্য