kalerkantho


বোমা হামলা

মেহেরপুর প্রতিনিধি   

১ অক্টোবর, ২০১৬ ০০:০০মেহেরপুরের গাংনীতে চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা এক ব্যবসায়ীর বাড়িতে বোমা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার মহিষাখোলা গ্রামে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। তবে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ওই ব্যবসায়ীর নাম সাইফুল ইসলাম। ঘটনার ব্যাপারে তাঁর বড় ভাই শিক্ষক রেজাউল হক জানান, কয়েক দিন ধরে সন্ত্রাসীরা তাঁর ছোট ভাইয়ের কাছে মোবাইল ফোনে চাঁদা দাবি করে আসছিল। চাঁদার টাকা না দেওয়ায় তারা বোমা হামলা চালিয়েছে। রেজাউল আরো জানান, সন্ত্রাসীদের ভয়ে তাঁর ভাই দিনের বেলা দোকান খোলা রাখলেও সন্ধ্যার দিকে বন্ধ করে দেয়। এদিকে গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, বোমা হামলার খবর শুনেছেন। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।মন্তব্য