kalerkantho


সাজেদা চৌধুরী বললেন

শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করতে কাজ করছে সরকার

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১ অক্টোবর, ২০১৬ ০০:০০জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী শেখ হাসিনার নেতৃত্বের সরকারকে শিক্ষাবান্ধব উল্লেখ করে বলেছেন, শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও গতিশীল করতে সরকার নতুন শিক্ষানীতি ঘোষণা করেছে। এবং তা বাস্তবায়নে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে।

গতকাল শুক্রবার দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রমকে যুগোপযোগী ও গতিশীলকরণের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সংসদ উপনেতা এসব কথা বলেন।

উপজেলা সদরের এমএন একাডেমি চত্বরে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি বেলায়েত হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর চৌধুরী বাবলু। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. এরাদুল হক, নগরকান্দার ইউএনও আব্দুল আজিজসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।

 মন্তব্য