kalerkantho


চট্টগ্রামের ১৯৭৪ মণ্ডপে প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১ অক্টোবর, ২০১৬ ০০:০০চট্টগ্রামের ১৯৭৪ মণ্ডপে প্রস্তুতি

চট্টগ্রামের ১৪টি উপজেলায় এক হাজার ৬৮৯টি মণ্ডপে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। একই সঙ্গে চট্টগ্রাম মহানগরের ১৬ থানায় ২৮৫টি পূজামণ্ডপেও চলছে জোর প্রস্তুতি। মহানগর ও জেলা মিলিয়ে চট্টগ্রামে এবার এক হাজার ৯৭৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা উদ্‌যাপন পরিষদ নেতাদের সূত্রে এমন তথ্য জানা গেছে।

গতকাল শুক্রবার শুভ মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার আগমন সূচিত হয়েছে। মহালয়ার মাধ্যমে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতাও শুরু হয়ে গেছে। শ্রীশ্রী দুর্গার উৎপত্তিস্থলখ্যাত হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কড়লডেঙ্গা পাহাড়ের ওপর শ্রীশ্রী চণ্ডীতীর্থ মেধস মুনির আশ্রমে গতকাল হাজারো পুণ্যার্থীর সমাগম ঘটে।

আগামী ৭ অক্টোবর শুক্রবার শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা। পাঁচ দিনব্যাপী এই শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি হবে ১১ অক্টোবর মঙ্গলবার বিজয়া দশমী পূজা ও অঞ্জলি প্রদানের পর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে।

গতকাল সকালে চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা মোড় থেকে ১০টি বাসে করে হিন্দু ধর্মাবলম্বীরা যান বোয়ালখালী মেধস মুনির আশ্রমে। সেখানে চট্টগ্রাম জেলা পূজা পরিষদের আয়োজনে শুভ মহালয়া উপলক্ষে ধর্মীয় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংগঠনটির চট্টগ্রাম শাখার সভাপতি শ্যামল পালিত কালের কণ্ঠকে বলেন, ‘দেশের সবচেয়ে বেশি পূজামণ্ডপ এবারও চট্টগ্রাম জেলায়। জেলার ১৪ উপজেলায় এবার ১৬৮৯টি মণ্ডপে দুর্গাপূজা আয়োজনের ব্যাপক প্রস্তুতি চলছে। জেলাপর্যায়ে চট্টগ্রাম ছাড়া দেশের অন্য কোনো জেলায় এত বেশি পূজামণ্ডপ নেই। গতবারের চেয়ে এবার চট্টগ্রাম জেলায় ৩০টি মণ্ডপ বেড়েছে।’ শ্যামল পালিত বলেন, ‘পূজাকে ঘিরে এখনো পর্যন্ত কোনো সমস্যার খবর আসেনি। তবে বাঁশখালী পূজা উদ্‌যাপন পরিষদের নেতারা সেখানকার ১৬১টি পূজামণ্ডপে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।’

চট্টগ্রাম মহানগর পূজা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রত্নাকর দাশ টুনু বলেন, “এবার নগরের ২৮৫টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন হবে।”মন্তব্য