kalerkantho


অধ্যাপক পদে ৩৮১ কলেজ শিক্ষকের পদোন্নতি চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক   

২৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০অধ্যাপক পদে পদোন্নতি চূড়ান্ত হয়েছে প্রায় ৩৮১ জন কলেজ শিক্ষকের। গতকাল মঙ্গলবার বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) সভায় বিসিএস শিক্ষা ক্যাডারের ৩৮১ জন সহযোগী অধ্যাপককে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইনের সভাপতিত্বে এই সিদ্ধান্ত নেয় কমিটি। সব প্রক্রিয়া শেষে আজ বুধবার বা আগামীকাল বৃহস্পতিবার পদোন্নতির নতুন আদেশ জারি করতে পারে শিক্ষা মন্ত্রণালয়। এ ছাড়া আরো ৯০০ প্রভাষক ও সহকারী অধ্যাপকের পদোন্নতি নিয়ে আলোচনা হয়েছে সভায়। শিগগিরই তাঁদেরও পদোন্নতি দেওয়া হবে।

সভা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোল্লা জালাল উদ্দিন বলেন, ‘অধ্যাপকদের পদোন্নতির বিষয়টি মোটামুটি চূড়ান্ত। কিছু তথ্য পরীক্ষা-নিরীক্ষা করতে আরো এক দিন সময় লাগতে পারে। অধ্যাপক পদে পদোন্নতি হয়ে গেলে নিচের পদগুলো খালি হবে।মন্তব্য