kalerkantho


রাজধানীতে ট্রেনে কাটা পড়ে আইনজীবী নিহত

নিজস্ব প্রতিবেদক ও চাঁদপুর প্রতিনিধি   

২৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০রাজধানীতে ট্রেনে কাটা পড়ে আইনজীবী নিহত

রাজধানীর মালিবাগে গতকাল মঙ্গলবার ট্রেনে কাটা পড়ে চাঁদপুরের এক আইনজীবী নিহত হয়েছেন। নিহত সালাহউদ্দিন ফটিক (৪৮) নিজের চিকিৎসার জন্য গতকালই ঢাকায় আসেন। চাঁদপুরে ফেরার আগেই তিনি দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারান। সালাহউদ্দিন ফটিক চাঁদপুর আইনজীবী সমিতির সদস্য ছিলেন। তাঁর মৃত্যুর খবরে চাঁদপুরে আদালতপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।

ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার ওসি আবদুল মজিদ কালের কণ্ঠকে বলেন, গতকাল সকাল সাড়ে ৯টার দিকে মালিবাগে লেভেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে আইনজীবী সালাহউদ্দিন ফটিক প্রাণ হারান। পরে তাঁর পকেটে থাকা পরিচয়পত্র দেখে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁর শ্বশুরের বাসা মালিবাগে। সেখান থেকে গতকালই তাঁর চাঁদপুরে ফেরার কথা ছিল।মন্তব্য