kalerkantho


মালিতে বিমানবাহিনীর ১১৭ জন শান্তিরক্ষী প্রতিস্থাপন

নিজস্ব প্রতিবেদক   

২৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০মালিতে বিমানবাহিনীর ১১৭ জন শান্তিরক্ষী প্রতিস্থাপন

মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়ার আগে গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ মোনাজাত করা হয়। ছবি : আইএসপিআর

বাংলাদেশ বিমানবাহিনী রিপাবলিক অব মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ১১৭ সদস্যের কন্টিনজেন্ট প্রতিস্থাপন করেছে। আগের কন্টিনজেন্টের প্রতিস্থাপক হিসেবে বাহিনীর ১১১ জন সদস্য জাতিসংঘের ভাড়া করা বিমানে গত রবিবার দিবাগত রাতে ঢাকা ত্যাগ করেন। এ কন্টিনজেন্টের ছয় সদস্যের একটি অগ্রগামী দল গত ১৮ সেপ্টেম্বর মালিতে যায়।

আইএসপিআর এ তথ্যসহ আরো জানায়, বাংলাদেশ বিমানবাহিনী মালিতে প্রথমবারের মতো তিনটি এমআই-১৭১ হেলিকপ্টারও মোতায়েন করেছে। এ হেলিকপ্টারগুলো গত ২০ সেপ্টেম্বর পাঠানো হয়েছে। হেলিকপ্টারগুলো সেখানে শান্তিরক্ষী ও যুদ্ধে হতাহতদের হাসপাতালে স্থানান্তর এবং জাতিসংঘ কর্মকর্তা ও স্টাফ পরিবহনের কাজে নিয়োজিত থাকবে।

বিমানবাহিনীর সহকারী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা রবিবার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কন্টিনজেন্ট সদস্যদের বিদায় জানান। মালি গমনকারী এই কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন এ এফ এম শামীমুল ইসলাম।মন্তব্য