kalerkantho


জামিনে বেরিয়ে হামলা, শিশুসহ গুলিবিদ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার   

২৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০কক্সবাজারে সদ্য জামিনে মুক্তি পাওয়া এক আসামির গুলিতে শিশু, নারীসহ তিনজন আহত হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজার শহরের পূর্ব পাহাড়তলী ইসূলের ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন একই এলাকার মো. তুষার (দেড় বছর), মিনারা বেগম (১৬) ও আসমা হোসনা সোহাগী (২২)। তুষারকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং বাকিদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার হওয়া পূর্ব পাহাড়তলী এলাকার মোহাম্মদ ওয়াসিম নামের এক আসামি সম্প্রতি জামিনে বের হয়েছে। তাকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার জন্য স্থানীয় কয়েকজন ব্যক্তিকে ওয়াসিম ও তার লোকজন অভিযুক্ত করে। এ ঘটনায় বিরোধ দেখা দিলে স্থানীয়ভাবে সমাধান করার জন্য গত শুক্রবার রাতে সালিস বৈঠক হয়। বৈঠকে ওয়াসিম ও তার লোকজন প্রতিপক্ষকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. নোবেল কুমার বডুয়া জানান, শুক্রবার গভীর রাতে শিশুসহ গুলিবিদ্ধ তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়।মন্তব্য