kalerkantho


রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তীচ্ছুদের জন্য ফেসবুক পেজ

রংপুর অফিস   

২৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনসহ যেকোনো তথ্য ও পরামর্শ দিতে অফিশিয়াল ফেসবুক পেজ খুলেছে বিশ্ববিদ্যালয় আইটি কমিটি। আগামী ১৩ থেকে ১৭ নভেম্বর অনুষ্ঠেয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও হটলাইন চালুর পাশাপাশি তথ্য ও পরামর্শ এই ফেসবুক পেজ (BRUR-admission আথবা  fb.com/brur.admission.info) থেকে পাওয়া যাবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আইটি কমিটির প্রধান প্রফেসর ড. এ কে এম নূর-উন-নবী।

উপাচার্য বলেন, দেশকে ডিজিটালাইজড করার অংশ হিসেবেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কোটা প্রবর্তন করে এই বিশ্ববিদ্যালয়ে প্রথম তৃতীয় লিঙ্গের ও অবহেলিত ছিটমহলের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার দ্বার উন্মোচন করা হয়েছে।মন্তব্য