kalerkantho


র‍্যাব মহাপরিচালক বললেন

ইঞ্চি ইঞ্চি খুঁজে জঙ্গিদের বের করা হবে

নিজস্ব প্রতিবেদক   

২৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০র‍্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, ‘সোশ্যাল মিডিয়া বর্তমানে মানুষের জীবনের অন্যতম অনুষঙ্গ। কিন্তু জঙ্গিবাদী কার্যক্রমে এই মিডিয়ার একটি অংশ ব্যবহূত হচ্ছে।’

গতকাল শনিবার রাজধানীর তেজগাঁওয়ে সাউথইস্ট ইউনিভার্সিটির ফল সেমিস্টার ২০১৬-তে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

র‍্যাব মহাপরিচালক বলেন, ‘দেশটা আমাদের। সেই দেশটা গুটিকয়েক মানুষ ধ্বংস করবে আর আমরা তামাশা দেখব তা হবে না। দেশের ইঞ্চি ইঞ্চি খুঁজে জঙ্গিদের বের করা হবে।’

শিক্ষার্থীদের উদ্দেশে বেনজীর আহমেদ বলেন, ‘মিয়ানমার ইয়াবা তৈরি করছে। কিন্তু তারা তা খায় না। ভারতের সীমান্তে ফেনসিডিল তৈরি করলেও তারা তা খায় না। তাহলে আমরা কেন মা-বাবার কষ্টার্জিত অর্থ মাদকের পেছনে ব্যয় করব।’ সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম মফিজুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য দেন উপ-উপাচার্য প্রফেসর মো. হুমায়ুন কবীর চৌধুরী প্রমুখ।মন্তব্য