kalerkantho


অ্যাপোলো হসপিটালসের উদ্যোগে বিশেষ স্বাস্থ্যসেবা

২৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০‘বিশ্ব হার্ট দিবস’কে সামনে রেখে অ্যাপোলো হসপিটালস ঢাকার উদ্যোগে এবং যমুনা ফিউচার পার্ক ও রেনাটা লিমিটেডের সৌজন্যে গতকাল বৃহস্পতিবার যমুনা ফিউচার পার্কের সেন্ট্রাল এট্রিয়ামে স্বাস্থ্যবিষয়ক একটি সচেতনতামূলক কর্মসূচি শুরু করা হয়েছে। আগামীকাল শনিবার পর্যন্ত এই কর্মসূচি চলবে। কর্মসূচিতে বিনা মূল্যে বিশেষজ্ঞ মেডিক্যাল ও ডায়েট কাউন্সেলিং করা হয়। এ ছাড়া উচ্চতা, ওজন, রক্তচাপ এবং পালসও মাপা হয়। অনুষ্ঠানে ‘বিশ্ব হার্ট দিবস’ উপলক্ষে সাশ্রয়ী মূল্যে শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য হার্ট চেকের একটি বিশেষ প্যাকেজ চালু করা হয়েছে, যার সময়সীমা ১৮ অক্টোবর পর্যন্ত। বিনোদনের জন্য বিভিন্ন গেমস ও কুপন গিফটের আয়োজন ছিল। নৃত্যশিল্পী শিবলী মহম্মদ ও শামীম আরা নীপা এ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে অ্যাপোলো হসপিটালস ঢাকার চিফ অপারেটিং অফিসারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।মন্তব্য