kalerkantho


খুলনায় গোলাগুলির পর আটক দুই সন্ত্রাসী

নিজস্ব প্রতিবেদক, খুলনা   

২৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০খুলনা মহানগরীর রূপসা সেতু এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ আহত হয়েছে। পুলিশ দুই সন্ত্রাসীকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলিসহ আটক করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান ও গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার কামরুল ইসলাম জানান, রূপসা সেতুর পশ্চিম পাশে গোয়েন্দা পুলিশের একটি দল চলমান একটি মোটরসাইকেল আরোহীদের থামতে বলে। কিন্তু মোটরসাইকেলটি না থেমে উল্টো পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি করে এবং তাদের ধাওয়া করে। একপর্যায়ে পুলিশ তাদের ধরে ফেলে। আটক দুজন হচ্ছে বেলাল হোসেন (২২) ও লাবলু (২৭)। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক শিশির ও কনস্টেবল মিকাইল আহত হয়েছেন। তাঁদের পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।মন্তব্য