kalerkantho


পরিবহন ধর্মঘটে সিলেটে ভোগান্তি

সিলেট অফিস   

২৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০পরিবহন ধর্মঘটের কারণে গতকাল বৃহস্পতিবার সিলেট জেলায় দিনভর ভোগান্তির শিকার হয়েছে যাত্রীরা। অবশেষে বিকেল ৫টায় পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করেছে মালিকপক্ষ।

জেলা বাস মালিক সমিতির সভাপতি সেলিম আহমদ ফলিক জানান, মামলা গ্রহণ ও ক্ষতিপূরণের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

সিলেট-ঢাকা মহাসড়কে গত বুধবার একটি দুর্ঘটনায় দুজন মোটরসাইকেল আরোহী নিহত হন। এতে ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ এবং হানিফ পরিবহনের বাস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ অবস্থায় বাস পোড়ানোর প্রতিবাদে সিলেট জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ধর্মঘটের ডাক দেয়। আকস্মিক এ ধর্মঘটে সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত অনেক যাত্রী হয়রানির মুখে পড়ে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীরা বিকল্প ব্যবস্থার খোঁজে হন্যে হয়ে ছুটতে থাকে। বিকেলে মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে মালিকপক্ষ বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করা হয়।মন্তব্য