kalerkantho


ময়মনসিংহ শহর আ. লীগের নেতা তারার ইন্তেকাল

প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

২০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ময়মনসিংহ শহর আওয়ামী লীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি আমিনুল ইসলাম তারা (৬৫) গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। তিনি স্ত্রী সংরক্ষিত মহিলা আসনের জাতীয় সংসদ সদস্য ফাতেমা জোহুরা রানী, দুই মেয়ে, এক ছেলেসহ আত্মীয়স্বজন রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তাঁরা। তাঁর মৃত্যুতে ময়মনসিংহে শোকের ছায়া নেমে এসেছে।

আমিনুল ইসলাম তারা ১৯৭৩ সালে বৃহত্তর ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং স্বাধীনতার আগে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউশন ছাত্রসংসদের একাধিকবার জিএস ও ভিপি নির্বাচিত হন। তিনি ময়মনসিংহ পৌরসভার কমিশনার এবং দীর্ঘসময় ময়মনসিংহ শহর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।মন্তব্য