kalerkantho


ভারতে অনুপ্রবেশ

সালাহ উদ্দিনের পক্ষে আজ প্রথম সাক্ষীর সাক্ষ্য

নিজস্ব প্রতিবেদক, কলকাতা   

১৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ভারতে অনুপ্রবেশের মামলায় বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদের পক্ষের সাক্ষীদের থেকে প্রথম সাক্ষ্য নেওয়া হবে আজ সোমবার। শিলং জেলা ও দায়রা আদালতের মুখ্য বিচারক ডি সৌতুনের আদালতে এই সাক্ষ্য নেওয়া হবে।

এর আগে গত ২৯ আগস্ট চূড়ান্ত জেরায় সালাহ উদ্দিন আহমেদ তাঁর পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য সাক্ষীদের একটি তালিকা আদালতে জমা দেন। ২০১৫ সালে ১১ মে মেঘালয় রাজ্যের শিলং শহরে গলফ মাঠ থেকে সালাহ উদ্দিন আহমেদকে আটক করে পুলিশ চৌকিতে নিয়ে যায়।মন্তব্য