kalerkantho


সিলেটে দিনভর বৃষ্টি, জলাবদ্ধতা ভোগান্তি

সিলেট অফিস   

১৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০



সিলেটে গতকাল রবিবার দিনভর বৃষ্টিতে নগরবাসীকে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। বৃষ্টির কারণে নগরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতাও দেখা দেয়।

ভোরের দিকে শুরু হওয়া বৃষ্টি অব্যাহত ছিল সারা দিন। কখনো থেমে থেমে আবার কখনো মুষলধারে বৃষ্টি হয়েছে। এতে নগরের জিন্দাবাজার, তাঁতীপাড়া, শাহজালাল উপশহর, সোনারপাড়া, ভাতালিয়া, তালতলা, জামতলা, দাড়িয়াপাড়া, লামাবাজার, রায়নগর, ছড়ারপার, মাছিমপুর, জালালাবাদ আবাসিক এলাকা, কুয়ারপার, চারাদীঘিরপাড়, হাওয়াপাড়া, বিলপাড়, শেখঘাট, কাজির বাজার এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। বাসাবাড়ি এমনকি বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে নালা উপচে পানি ঢুকে পড়ে।

ঈদের ছুটির পর গতকাল নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও বৃষ্টির কারণে শিক্ষার্থীর উপস্থিতি ছিল খুবই কম। এমনকি কোনো কোনো প্রতিষ্ঠানে শিক্ষকরাও যথাসময়ে উপস্থিত হতে পারেননি।

জিন্দাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সব মিলিয়ে ৪০-৪৫ জন শিক্ষার্থী উপস্থিত হতে পেরেছে।

সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান, বৃষ্টির কারণে নগরের কয়েকটি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল ঠিকই, তবে বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে পানি নেমে গেছে। তিনি জানান, যেসব এলাকার নালা সরু সেসব এলাকায়ই মূলত জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল।



মন্তব্য