kalerkantho


নভেম্বরে গাজীপুর জাপার সম্মেলন

নিজস্ব প্রতিবেদক   

১৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০আগামী নভেম্বর মাসে গাজীপুর জেলা জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের রাজনৈতিক কার্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। এতে পার্টির প্রেসিডিয়াম সদস্য আজম খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে গাজীপুর জেলার জাপার নেতারা বলেন, আগামী নির্বাচনের আগে জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে এখনই কাজ শুরু করতে হবে। ভবিষ্যতে যোগ্য প্রার্থীকে জাতীয় পার্টির মনোনয়ন দেওয়ার জন্য এরশাদ ও রওশন এরশাদের প্রতি আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে আজম খান বলেন, এরশাদ ক্ষমতায় এলে বিএনপি ও আওয়ামী লীগ সবাই ভালো থাকবে। কিন্তু অন্য কেউ ক্ষমতায় এলে সেটা সম্ভব নয়। কারণ বিএনপি ও আওয়ামী লীগ একদল অন্য দলকে সহ্য করতে পারে না।

অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা শরীফুল ইসলাম, আব্দুস সালাম, মামুনসহ গাজীপুর জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকার শতাধিক নেতাকর্মী।মন্তব্য