kalerkantho


শঙ্খ নদীতে ডুবে কলেজ শিক্ষক নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান   

১৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০বান্দরবানের শঙ্খ নদীতে গোসল করতে নেমে বগুড়া থেকে আসা এক পর্যটক নিখোঁজ হয়েছেন। গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে রুমা উপজেলার রিজুক ঝরনামুখ এলাকায় এ ঘটনা ঘটে।

রুমার স্থানীয় সূত্র জানায়, নিখোঁজ তৌফিক আহমদ (৩৮) বগুড়া আযিযুল হক বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষক। গতকাল সকালে তিনি পরিবারের সদস্যদের নিয়ে রুমা বাজার হয়ে রিজুক ঝরনা দেখতে যান। বিকেল সাড়ে ৩টার দিকে শঙ্খ নদীর রিজুক ঝরনামুখে তিনি গোসল করতে নেমে ডুবে যান।

রুমা থানা সূত্র জানায়, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গেছে। স্থানীয় ডুবুরিদের মাধ্যমে নিখোঁজ পর্যটককে উদ্ধারের চেষ্টা চলছে।

বান্দরবান ফায়ার সার্ভিস সূত্র জানায়, নিখোঁজ পর্যটককে খুঁজতে চট্টগ্রাম থেকে চারজন ডুবুরিকে নিয়ে আসা হচ্ছে। রাতেই তাঁরা ঘটনাস্থলে পৌঁছবেন বলে আশা করা হচ্ছে।মন্তব্য