kalerkantho


রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবি

আটলান্টায় ভারতীয় কনস্যুলেটের সামনে প্রবাসীদের বিক্ষোভ

নিউ ইয়র্ক প্রতিনিধি   

১৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবিতে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় ভারতীয় কনস্যুলেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে প্রবাসী বাংলাদেশিরা। গত সোমবার আটলান্টার পরিবেশ আন্দোলন নামের একটি সংগঠন এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে বক্তারা বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ প্রজেক্ট ‘রামপাল বিদ্যুৎকেন্দ্র’ সুন্দরবনের কাছ থেকে সরিয়ে অন্য কোথাও স্থাপনের জন্য বাংলাদেশ ও ভারত সরকারের প্রতি আহ্বান জানান। সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন সংগঠনের সভাপতি ড. নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক ড. মোরশেদুল হাকিম। বক্তারা সুন্দরবনের মাত্র ১৪ কিলোমিটার দূরে অবস্থিত এই বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে বলেন সুন্দরবন বাংলাদেশের দক্ষিণাঞ্চলের চার কোটি মানুষকে আইলা এবং সিডরের মতো ঘূর্ণিঝড় থেকে রক্ষা করে। পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র শুধু সালফার ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন ডাই-অক্সাইডের মতো বিষাক্ত গ্যাসই উত্পন্ন করবে না, পশুর নদের পানিতে বার্ষিক প্রায় ৬৫ কেজি মার্কারি ধাতু নিঃসরণ করবে, যা সুন্দরবনের পশু-পাখি ও জলজ প্রাণীর মারাত্মক ক্ষতি করবে।মন্তব্য